করোনার মহামারি প্রতিরোধে গণপরিবহন চলাচল বন্ধ করে সরকার।
পরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয়।
প্রজ্ঞাপন দিয়ে আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে ২০১৬ সালে নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে । সরকারি নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।
শনিবার নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই ঘোষণায় এখন থেকে বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে না বসে আগের মত দুইজনই বসবে। বর্ধিত ভাড়া আর থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।
গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রিকারী সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। বাসে আসনসংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। আইন অমান্যকারী যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।









Discussion about this post