নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ডিপিডিসি অফিস থেকে ৩৩ হাজার ভোল্টের কয়েক লাখ টাকার তার চুরি হয়েছে। রহস্যজনক কারণে অফিস এ ব্যাপারে নীরব রয়েছে এবং এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
বুধবার (২ সেপ্টেম্বর) চুরির ঘটনা ঘটলেও একদিন পেরিয়ে গেলেও এতে মাথ্যাব্যাথা নেই সংশ্লিষ্টদের।
জানা যায়, অফিসের কর্মকর্তা কর্মচারিদের একটি সিন্ডিকেট নিয়মিত এভাবে ডিপিডিসির তার গায়েব করে দিয়ে থাকেন। এ তার নিজস্ব লোকদের বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেন তারা। যদিও অফিসে সিসিটিভি ক্যামেরা রয়েছে তবুও কিভাবে এ তার চুরি যায় তার কোন সদুত্তর দিতে পারেননি কেউ।
স্টোর কিপার আলী নূর সাংবাদিকদের জানান, তার চুরি হয়েছে তবে কিভাবে চুরি হয়েছে সেটি আমরা জানিনা।
হিসাবরক্ষক খাইরুল হায়দার জানান, এটি আমার দপ্তরে নয় মূলত এটি স্টোর কিপারের দেখার কথা।
ডিপিডিসির শীতলক্ষ্যা জোনের ম্যানেজার রুহুল আমিন জানান, কোথায় চুরি হয়েছে, আমার এখানে চুরি হলে আমি জানবোনা !
এসময় তার স্টোর কিপার চুরির ঘটনা স্বীকার করেছে জানালে তিনি বলেন, চুরি হয়ে থাকলে এটা ব্যবস্থা নেয়া হবে, এটা আমার দেখায় বিষয় নয়। আমি এ ব্যাপারে জানিনা এটি আমার দেখার বিষয় নয়।









Discussion about this post