১ মাস যাবৎ অপহৃত থাকা আব্দুল আজিজকে মাত্র ৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে উদ্ধার হওয়ার পাশাপাশি অপহরনকারী লিপি আক্তার, রবিন ও সুমনকে গ্রেফতার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
শনিবার বেলা সাড়ে ১২ টায় জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পিবিআই এর পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
তিনি জানান, গত ৪ আগষ্ট বিকেল ৩ টার সময় আব্দুল আজিজ ঘরে থাকা কোরবানীর গরু বিক্রি করা বাবদ ৮৪ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি থেকে চলে যায়।
পরিবারের লোকজন কোথাও তার খোঁজ না পেয়ে ১৯ আগষ্ট সোনারগাঁ থানায় একটি জিডি করে, যার নং- ৭৬৩।
পরবর্তীতে অপহরনকারীরা মোবাইল ফোনে জানায় আব্দুল আজিজকে তারা অপহরন করেছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় তাদেরকে ১৫ হাজার টাকা বিকাশ করে।
সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর অপহরনকারীগণ কল দিয়ে জানায়, বিকেল ৫ টার মধ্যে ২ লক্ষ টাকা প্রদান না করলে আব্দুল আজিজকে তারা হত্যা করবে।
তিনি আরো বলেন, এ ঘটনা জানতে পেরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মাত্র ৬ ঘন্টার মধ্যে অপহৃত আব্দুল আজিজকে রাজধানী ঢাকার উত্তর বাড্ডার মিস্ত্রতলা থেকে উদ্ধার ও অপহরনকারী রবিনকে আটক করা হয়।
রবিনের দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী সুমনকে গ্রেফতার করা হয়। এরপর সুমনের কাছ থেকে বিকাশে লেনদেনকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তার তথ্যের ভিত্তিতে মুল হোতা লিপি আক্তারকে মাদারীপুর জেলার শিবচর থানার মির্জাচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারীগণ নগদ ৮৪ হাজার ও বিকাশে নেয়া ১৫ হাজার টাকার কথা স্বীকার করে। আসামীগণ একটি সংঘবদ্ধ অপহরনকারী চক্রের সদস্য।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।









Discussion about this post