এখানে গ্যাস লাইন আসলো কিভাবে? এবং এই গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ হলো কিভাবে? যদি তাই হয়ে থাকে তবে এটা অবৈধ। এবং যারা নির্মাণ করেছেন তাদেরও শাস্তি হওয়া দরকার। যারা এখানে অবৈধভাবে সংযোগ নিয়েছেন তাদেরও শাস্তি হওয়া দরকার।’
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা বড় মাসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিজ চোখে দেখতে এসে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সড়কের উপরে মসজিদ কিভাবে হয়, রাজউকের অনুমতিও নেই। কেন এমন ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হবে। এমন ঘনবসতি এলাকায় একটি ছোট্ট মসজিদে কিভাবে ৬টি এসি চলে? ইতোমধ্যে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সাথে আমার কথা হয়েছে। মসজিদের নিচে গ্যাসের লাইন কিভাবে গেল খতিয়ে দেখা হবে।
তিনি আরো বলেন, গুটি কয়েক অফিস নিয়ে সারা দেশের সার্ভিস সম্ভব নয়, জনগন যদি সহযোগিতা না করে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই বিস্ফোরণের ঘটনায় আমার বিদ্যুৎ দপ্তরের কারো যদি কোন গাফলতি থাকে তাহলে তার চাকরি তো যাবেই সাথে সাথে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি দেখলাম এখানে অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। কোন অঘটন ঘটলে আমরা সবাই সচেতন হই।









Discussion about this post