নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার তল্লা বড় মাসজিদে ভয়াবহ বিস্ফোরণের সাথে সাথেই একটি রাজনৈতিক মহল এলাকার সড়ক ও ড্রেনেজের চরম দুরবস্থার জন্য মেয়র আইভী ও সিটি কর্পোরেশনকে দায়ী করে বিভিন্ন টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বক্তব্য দেন । এমন বক্তব্যের পর মেয়র আইভী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেছেন, এই এলাকাটি সিটি কর্পোরেশনের না । রাস্তাটি ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবো।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদ পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সেখানে মসজিদের আশে পাশের রাস্তা সম্পর্কে এ কথা বলেন তিনি।
সেখানে তিনি দেখেন, মসজিদের সামনের রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে পানি জমে যায়। ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতাধীন নয় বলে জানান মেয়র আইভী। তবে আশ্বাস দেন, রাস্তাটি সংস্কার করবেন।
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ সেই ঘটনা পরিদর্শনে সেখানে যান তিনি।









Discussion about this post