ফতুল্লার বিসিক এলাকায় ঝুট সন্ত্রাসী রকমত ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা করেছেন মেসার্স আয়াত এন্টারপ্রাইজের মালিক মমিন।
সোমবার বিসিকে ব্যবসায়ী মমিনের উপর হামলা চালানোর ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়। এরআগে রকমত বিভিন্ন সময়ে মমিনকে হামলার হুমকি দিলে জেলা পুলিশ সুপার ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দিয়েছিলেন।
সর্বশেষ সোমবার মমিনের উপর হামলা চালানো হলে রাতে মমিন মামলা করেন। রকমতের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।
মামলার বাদী মমিন জানান, গার্মেন্টসের ওয়েস্টিজ মাল ক্রয় করায় গত কয়েকদিন ধরেই আমাকে হুমকি দিচ্ছিল রকমত। আমি এসপি অফিস, র্যাব-১১ কার্যালয়ে ও ফতুল্লা থানায় অভিযোগ করেছি। পরে সোমবার বিসিকের আল বারাকা গার্মেন্টসের ওয়েস্টিজ মাল ক্রয় করায় তার উপর হামলা চালায় বিসিকের ঝুট সন্ত্রাসী রকমতের সন্ত্রাসী বাহিনী। আমি আল বারাকা গার্মেন্টেসের ওয়েস্টিজ মাল ক্রয় করায় আমার ওপর হামলা চালায় রকমতের সন্ত্রাসী বাহিনীর সদস্য ইসলাম, বাহাদুর, জুয়েল ওরফে বেয়াদপ জুয়েল, রিপন, নুর ইসলাম, ইকবাল শেখ, আনোয়ার সহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জন।
এখানে উল্লেখ্য, রকমতের বিরুদ্ধে ফতুল্লার বিসিক, মাসদাইর সহ আশেপাশে এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রনের অভিযোগ আছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ক্ষমতাসীন দলের নেতাসহ প্রভাবশালীদের ছত্রছায়া থাকায় রকবতের কাছে জিম্মি হয়ে পড়েছেন বিসিকের গামেংন্টস ব্যবসায়ীরা। রকমতের বিরুদ্ধে কথা বলার সাহস পান না তারা ।









Discussion about this post