ফতুল্লার বক্তাবলী এলাকায় চালককে খুন করে লাশ নদীর পাড়ে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বক্তাবলী ফেরিঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত চালকের নাম বেলাল মিয়া (৩০)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার সেকান্দার আলীর ছেলে।
এছাড়া সে ফতুল্লার মুসলিমনগর এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এসময় বেলালের বন্ধুর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিলে তারা নদীর তীরে নিয়ে পড়ে থাকা বেলালের মৃতদেহ দেখিয়ে দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার সহ আটক ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মধ্য মুসলিম নগর এলাকার মৃত নুরুল হকের ছেলে জাহিদ হাসান (২৭), চর কাশিপুর দিঘলীবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে রবিউল (২৫) ও চর কাশিপুর এলাকার মৃত খলিল মোল্লার ছেলে বোরহান (২২)।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রবিবার রাত প্রায় সাড়ে ১২টার সময় ছিনতাইকারীরা অটোরিক্সা চালক বেলালকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ নদীর তীরে ফেলে দেয়। এরপর অটোরি´া নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে তিনজনকে আটক করে। তখন বেলালের বিষয় জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিলে তারা নদীর তীরে নিয়ে পরে থাকা বেলালের মৃতদেহ দেখিয়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, অটোরিক্সা চালক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।









Discussion about this post