নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা মসজিদে বিদ্যুৎ স্পার্কে তিতাস গ্যাসের বিস্ফোরণে বিশাল ট্রাজেডির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আজ শুক্রবার জুম্মা নামাজের পূর্বে ২ নং বাবুরাইল বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সংস্পর্শে মনির মিস্ত্রি (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন ।
একই ঘটনায় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় মসজিদের তৃতীয় তলায় পানির পাইপ মেরামত করতে গেলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সাথে স্পর্শের সাথে সাথেই মনির মিস্ত্রি তিন তলা থেকে ছিটকে নিচে পরে যায় । একই সাথে মুয়াজ্জিন নিচে পরে হাত ভেংগে যায় ।
ঝলছে যাওয়া মনির মিস্ত্রিকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনার পর চিকিৎসক মনির মিস্ত্রিকে মৃত ঘোষণা করে মর্গে পাঠানোর নির্দেশ দেন ।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পুত্র সুজন ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ।
তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন এলাকাবাসীসহ মসজিদ কমিটির সভাপতি আবদূর রাশেদ রাশু।
কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, মসজিদে বিদ্যুতের সংযোগে কোনো ত্রুটি নেই। পানির লাইনে পানি সরবরাহ না হওয়ার খবর পেয়ে মনির মিস্ত্রি নিজ থেকেই পাইপ মেরামতের কাজ করতে ছাদে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তাকে কাজ করার জন্য বলেনি। এটা একটা দুর্ঘটনা।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, এ ঘটনায় এলাকার সকল মসজিদের ইমাম, মোতোয়াল্লি কমিটির নেতাদের বিদ্যুতের সংযোগ নিয়মিত পরীক্ষা করতে অনুরোধ করেছেন।
সজল আরো বলেন, আমার জানা মতে, অধিকাংশ মসজিদেই বিদ্যুতের ডাবল লাইন নেয়া থাকে। একটি বৈধ এবং অপরটি থাকে অবৈধ। যে সব মসজিদে এমন অবৈধ বিদ্যুতের সংযোগ আছে, মসজিদ কর্তৃপক্ষ যেন দ্রুত তা অপসারণ করেন। তিনি এ ব্যাপারে সব মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তিনি আরো বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় মনির হোসেনকে স্থানীয় এলাকাবাসী ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে নিহতের স্বজনদের অনুরোধে শাহবাগ থানা পুলিশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া লাশ বুঝিয়ে দেবে বলে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কারো পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি ।
Discussion about this post