নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় বরখাস্ত হওয়া তিতাসের ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এমন গ্রেফতারের ঘটনায় খোদ তিতাসের সাথে সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, গ্রেফতারকৃত সকলেই একেকজন যেন বিশাল অর্থ বিত্তের মালিক । নামে বেণামে শত কোটি টাকা লুটপাট করে একেকজন আংগুল ফুলে কলাগাছ ! এদের সম্পদের বিবরণ নিলেই বেড়িয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য । যে তলা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই তল্লা হাজিগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় তিতাসের সামান্য সুপারভাইজার হানিফ মিয়ার ই রয়েছে কোটি কোটি টাকার সম্পদ । গ্রেফতারকৃতদের সম্পদের সার্বিক তথ্য উদঘাটন করার দাবী উঠেছে সর্বমহল থেকে ।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারি প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান, আইউব আলী, হানিফ মিয়া, মো. ইসমাইল প্রধান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। তিনি জানান, গ্রেপ্তার হওয়ার সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে চারজন প্রকৌশলী ও চারজন কর্মকর্তা রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, বিস্ফোরণে আহত আরও এক মুসল্লী চিকিৎসাধিন মারা গেছেন। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জনে।









Discussion about this post