নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে আদালত।
সোমবার ২১ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফতাবুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করে।
তিতাসের ৮ কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী সুলতান মাহমুদ ।
জানা যায়, গত শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিআইডি’র ডিআইজি প্রেস ব্রিফিংয়ে তল্লা মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন- তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী(৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার(৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের প্রকর্মী মো.ইসমাঈল প্রধান(৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সাহায্যকারী মো.হানিফ মিয়া(৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী(৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সিনিয়র সুপারভাইজার মো.মনিবুর রহমান চৌধুরী(৫৬)।
এমম জামিনের ঘটনার তাৎক্ষণিকভাবে আদালত চত্তরে এবং শহরজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে । অনেক আইনজীবী বলেছেন মসজিদে নামাজরত অবস্থায় এতো মুসুল্লী একসাথে দগ্ধ হয়ে এখনো পর্যন্ত ৩৩ জন মারা গেছেন । চিকিৎসাধীন রয়েছেন আরো কয়েকজন । এ অবস্থায় তিতাসের এই মহাধুর্ত ৮ জনের যদি কোন দোষ ই না থাকে তবে কেন বরখাস্ত করা হলো,? কেন ই বা গ্রেফতার করা হলো ? আবার কেন রিমান্ডে নেয়া হলো ! তবে কি ষর্ষের ভিতরেই ভূত রয়েছে ?









Discussion about this post