প্রকাশ্যে এমন অভিযোগ করায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার খোলামেলাভাবে অপরাধীদের অপরাধের সমস্ত তথ্য প্রকাশ করতে সাহস পায় নাই কেউ । অনেকেই বলেছেন ওপেন হাউক ডে নামক অনুষ্ঠানে অনেক কুক্ষাত অপরাধী বসে আছে জনপ্রতিনিধি ও সমাজ সেবক সেজে । আদতে তাতা কি করে তার খবর নিয়ে ব্যবস্থা নেয়া উচিৎ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলমের সামনেই প্রকাশ্যে নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলার শেল্টারে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ এনে রোষানলে পড়েছেন হৃদয় নামের এক যুবক।
এসময় কাউন্সিলর আলী হোসেন আলার সমর্থকরা বিশৃঙ্খলা ও হট্রগোল সৃষ্টি করলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
হৃদয় নাসিক ৭নং ওয়ার্ডের আদমজী কদমতলী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এসময় এসপি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রকাশ্যে অভিযোগ না এনে গোপনে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, (পিপিএম-বার)।
এসময় নাসিক ৭নং ওয়ার্ডের আদমজী কদমতলী মধ্যপাড়া এলাকার বাসিন্দা হৃদয় কাউন্সিলর আলী হোসেন আলার শেল্টারে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ আনেন। এসময় কাউন্সিলর আলী হোসেন আলার সমর্থকরা বিশৃঙ্খলা ও হট্রগোল সৃষ্টি করলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ওপেন হাউন ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু প্রমূখ।








Discussion about this post