নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে শহরে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতে একই সময় সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি বলবত থাকবে।
জেলা প্রসাশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪৪ ধারার আয়তায় শহরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার এবং চাষাঢ়া শহীদ মিনার এলাকা থেকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং তদসংলগ্ন এলাকা এ ধারায় আয়তাভুক্ত থাকবে।
এসব এলাকায় যে কোন ধরনের জটলা, সভা, মিছিল সমাবেশ অথবা যে কোন ধরনের অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাফেরা সম্পন্ন নিষিদ্ধ থাকবে। উল্লেখিত এলাকাশ শান্তি শৃংখলা ব্যাঘাত সৃস্টি করে এবং উৎসাহ প্রদান করে এমন কোন কাজ অথবা মাইক, হর্ন ব্যাবহার করা যাবে না, জরুরী সেবায় নিয়োজিত সকল ধরনের যানবাহন ১৪৪ ধারার আয়তামুক্ত থাকবে। এসময় শহরে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত কর হয়েছে।
এরমধ্যে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুর রহমান, ২নং রেল গেট এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী এবং চাষাঢ়া ব্যাংকের মোড় এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মোঃ গোলাম মাসুম প্রদান।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন জানিয়েছেন, শহরে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতে একই সময় সভা ডাকায় বিশৃংখা সৃস্টি ও শান্তি শৃংখলা বিগ্নের আশংকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর প্রদত্ত ক্ষমতা বলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।









Discussion about this post