নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার এমন কোন পাড়া মহল্লায় নাই যে এলাকায় অবৈধ তিতাসের সংযোগ নাই । বছরের পর বছর, যুগের পর যুগ যাবৎ বন্দর উপজেলা ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রয়াত একজন সংসদ সদস্যের সরলতার সুযোগ নিয়ে বিশাল অপকর্মে লিপ্ত হয়ে উঠে তিতাসের সিবিএ নেতা কাজিম উদ্দিন ।
সুবিধাভোগী আওয়ামী লীগ নেতা কাজিম উদ্দিনের শেল্টারে বন্দর উপজেলায় হাজাত হাজাত অবৈধ তিতাসের সংযোগ চালু রয়েছে। অবৈধ এমন সংযোগ দিয়ে কয়েক শত কোটি টাকার মালিক কুক্ষাত নেতা কাজিম উদ্দিনের বিশাল বাহিনী এখনো রয়েছে তৎপর । এমন তৎপরতার ফলশ্রুতিতেই
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা করেছে তিতাস গ্যাস কোম্পানি।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার গোকুলদাসের বাগ এলাকায় ।
এ মামলায় হাজী আব্দুল আউয়াল বাচ্চু (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আরও ২ এজাহারভুক্ত আসামিসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গেলে তিতাসের লোকজনকে বাধা দেয় মামলার আসামিরা। এ ঘটনায় তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান বাদী হয়ে তিনজনকে এজাহারনামীয় এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা করেছেন। এই মামলায় বন্দর উপজেলার গোকুলদাসের বাগ এলাকার মৃত রজব আলী মিয়ার ছেলে হাজী আব্দুল আউয়াল বাচ্চুকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছেন।
মামলার এজাহারের বরাতে ওসি আরও জানান, মঙ্গলবার বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে ন্দর থানাধীন গোকুল দাসেরবাগ এলাকায় অভিযান চালায় তিতাস।
এ সময় সোনারগাঁ তিতাস গ্যাস কোম্পানির উপ ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কিছু সংযোগ বিচ্ছিন্ন করার পর বেলা ৩টার দিকে গোকুল দাসেরবাগ তাহসান ভূইয়া স্টিল ফার্নিচার সামনে রাস্তার উপর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অজ্ঞাতনামা স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ কাজে বাধা প্রদান করে।
ওই এলাকার আব্দুল মোতালেব ও হাজী আব্দুল আউয়াল ওরফে বাচ্চু জনসাধারণকে সংগঠিত করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে বাধা প্রদানের জন্য উস্কানি দেয়। এছাড়াও স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বাধা প্রদানের জন্য স্থানীয় লোকজনদের প্ররোচিত করে। এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাচ্চুকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।
এমন চাঞ্চল্যকর ঘটনায় বন্দর উপজেলার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুরো বন্দর উপজেলায় হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছে মহাধুর্ত সুবিধা ভোগি নেতা কাজিম উদ্দিন।
জেলা আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, সুবিধাভোগি সিবিএ নেতা তিতাস গ্যাসের শত শত অবৈধ ইন্ডাস্ট্রিয়াল সংযোগ দিয়ে এখনো বিশাল মাসোহারা আদায় করে যাচ্ছে । কাজিম ও তার বাহিনীকে ঠেকাবে কে ? তার নিয়ন্ত্রণে রয়েছে ঘুষখোর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রয়েছে নীতিহীন রাজনীতিবিদ, বিশেষ পেশার কিছু কুলাংগারের দল রয়েছে কাজিমের নিয়ন্ত্রণে । যাদের কারনে কাজিম বাহিনীর অপরাধের বিষয়ে কেউ মুখ খুলতেও সাহস করে না ।









Discussion about this post