অল্পের জন্য রক্ষা পেয়েছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ রাসেল পার্ক লেক এলাকায় বড় ধরনের দূর্ঘটনা। কাক ডাকা ভোরে অনেকেই প্রাতভ্রমণে রাসেল পার্কে অবস্থান নিলেও ড্রাইভারবিহীন গাড়ি দ্রুতবেগে ঝাপিয়ে পড়ে লেকের পাণিতে । আর এতে উপস্থিত অনেকেই হতবাক হলেও স্বস্তি প্রকাশ করে সকলেই ।
হটাৎ করে সবার সামনে একটি ড্রইভারহীন প্রাইভেট কার চলন্ত অবস্থায় এসে পরে যায় লেকে। এর পিছনে ছুটতে দেখা যায় গাড়ির মালিককে, যদি কোনো উপায়ে থামানো যায় ! শেষ পর্যন্ত আর রক্ষা হয় নাই গাড়িটির ।
রবিবার (৪ অক্টোবর) সকাল ৬টায় এমন ঘটনা ঘটে দেওভোগের শেখ রাসেল পার্কের লেকে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হটাৎ গাড়িটি চলন্ত অবস্থায় এসে পানিতে পরে যায়। তবে গাড়ির পিছনে একটি লোককে ছুটে আসতে দেখা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনা কীভাবে হয় সেটা জানি না। তবে প্রাইভেটকারটি ডুবে যাওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠিয়েছি। কিন্তু এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ তাদের মত করে ভেকু দিয়ে গাড়িটি উদ্ধার করেছে।
চালকবিহীন গাড়িটি ক্ষরিগ্রস্থ অবস্থায় উদ্ধার হলেও ঘটনা টি এখনো রয়েছে সকলের মুখে ।









Discussion about this post