প্রতারণা ষোলকলা পূর্ণ হলে যেমন ঘটনা ঘটে তেমনি ঘটেছে নারায়ণগঞ্জ থেকে প্রতারণা করে বিদেশেও একই কায়দায় প্রতারণাকারী মহাধুর্ত প্রতারক দর্পন কবিরেরে ক্ষেত্রে ।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “নিউ ইয়র্কের জালিয়াত সাংবাদিক দর্পণ কবীরের স্ত্রীর গোপন ভিডিও ভাইরাল !” শীর্ষক সংবাদ প্রকাশিত হলে তেলে-বেগুনে জ্বলে উঠেন দর্পন কবির ।
দর্পন করির তার নিজের ফেসবুক ওয়ালে নানা মন্তব্য করেছেন এবং তার আপন ভাই শেখ শহিদুল ইসলামের মাধ্যমে nganjnewsupdate.com এর সম্পাদক তাহের হোসেনের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করিয়েছেন ।
দর্পন করিরের বিরুদ্ধে আমেরিকায় ব্যাপক প্রতারণার অভিযোগ ছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে খোজ নিলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার তথ্য।
সাংবাদিক্তার লেবাসে দর্পন কবির শহরের অনেক সাংবাদিকদের সাথেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়। ফ্রিডম পার্টির আন্ডার গ্রাউন্ডের নেতা হওয়ার সুবাদে অনেকের সাথে মারামারির ঘটনা ঘটিয়ে বিতর্কের জন্ম দেয় দর্পন কবির । বিএনপি জামায়াত সরকারের শাসনামলে কুক্ষাত অপরাধী দর্পন কবির তৎকালীন সময়ের স্বণামধন্য সাংবাদিক বংশী সাহার সাথেও অশোভন আচরণ করতে একটুকুও চক্ষুলজ্জা হয় নাই এই অপরাধীর ।
জন্মের পর বাবা মায়ের দেয়া নাম আহসান কবির পালটে দর্পন কবির-এ নিজেকে পরিচিত কিরে তুলে প্রতারণা করার জন্য । একই সাথে তার বাবার নাম কফিল উদ্দিন আহমেদ হলেও প্রতারক দর্পন কবির তার পাসপোর্টে পিতার নাম কামরুল কায়েস হিসেবে পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছেন ।
দর্পন করিরের এমন অপকর্ম ছাড়াও তার বাবার দুই সংসারের চার ভাইয়ের মিধ্যে সামছু ছিলো কুক্ষাত অপরাধী, ডাকাত, র্যাবের পরিচয় দিয়ে ছিনতাইকারীদের দলনেতা । তাকে সকলেই সোর্স সামছু হিসেবে এখনো পরিচিত । র্যাবের নাম করে ডাকাতি ও ছিনতাই মামলায় দীর্ঘদিন জেল খাটে সামছু । আর দর্পনের বিরুদ্ধে তিতাসের মামলাসহ নানা অভিযোগ রয়েছে ।
আর দর্পনের ভাই সোর্স সামছুর স্ত্রী নারায়ণগঞ্জ শহরের জিমখানা বস্তিতে শীর্ষ মাদকের কারবারি হিসেবে পরিচিত ।
দর্পন করির দুই মায়ের সংসারে চার ভাই আর তিন বোনের মধ্যে আসমা মারা গেলেও ইয়াসমিন ও সখি রয়েছে জীবিত। আর একমাত্র আপন ভাই (মা হাজেরা বেগমের সন্তান) শহিদুল ইসলাম যিনি একাধিক খুন, ডাকাতি, ছিনতাই মামলায় দীর্ঘ এক যুগ যাবৎ কারাগারে থেকে মুক্তি পেয়েছে বেশ কিছুদিন যাবৎ । কারাগার থেকে বেড়িয়েই পুলিশের সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি নারায়ণগঞ্জে বিশাল একটি ছিনতাইকারী চক্র নিয়ন্ত্রণ করে যাচ্ছে ।
এই শহিদুল ইসলাম নিজেকে কখনো প্রয়াত ভাই সামছুর মতোই র্যাব, কখনো ডিবি পুলিশ আবার কখনো সরকারি কর্মকর্তা সেজে কখনো বাসা বাড়িতে ডাকাতি আবার দামী গাড়ী নিয়ে ছিনতাই করে বলে জোড়ালো অভিযোগ করেছেন কাশিপুরের অনেকেই ।
আর এই সোর্স শহিদুল ইসলাম কে দিয়েই বিদেশে অবস্থান করে থাবায় অভিযোগ দায়ের করেছে nganjnewsupdate.com এর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার অনুরোধে ফতুল্লার কাশিপুরের অনেকেই বলেছেন, মূলতঃ দর্পন কবির ও তার বাবার নাম পরিচয় নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে এলাকাজুড়ে ।









Discussion about this post