নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া কেয়ারটেকার আবু বক্করের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আফতাবুজ্জানের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ২২ ধারার জবানবন্দি দেন ওই দুই কিশোরী।
৫ অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দা পাড়া এলাকায় ধর্ষণের শিকার হয় দুই বোন। এ ঘটনায় ১২ অক্টোবর রাতে পুলিশ অভিযুক্ত আবু বক্করকে গ্রেফতার করে। পরে ওই দুই কিশোরীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামি আবু বক্করের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার দুই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।









Discussion about this post