বন্দরের মাহমুদপুর এলাকার সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীতে মালামাল পরিবহণ করতে এসে এমভি নিউটেক জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছে টিটন সরদার (৩৬) ।
নিহত টিটন সরদারের বাবার নাম সাত্তার সরদার। টিটন ২ সন্তানের জনক । পন্যবাহী এমভি নিউটেক জাহাজে দীর্ঘদিন যাবৎ কাজ করতো নড়াইল জেলার লোহাগড়ার টিটন ।
সামান্য ডিম খাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকালে এমভি নিউটেক জাহাজে কর্মরত গোপালগঞ্জ জেলার গোপিনাথপুরের সবুজের সাথে তর্ক বিরর্কের ঘটনা ঘটে। এমন তর্ক বিতর্কের জের ধরে সবুজ ও তার ভাইকে সাথে নিয়ে ধারালো ছুরি নিয়ে জাহাজে থাকা সহকর্মীদের উপর হামলা চালিয়ে দুপুর সাড়ে তিনটায় এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সহকর্মী তাজুল (৪২) মোসা (৪২) ও টিটন (৩৬) কে । এমন ছুরিকাঘাত করেই হামলাকারী ঘাতক সবুজ শীতলক্ষা নদীতে ঝাপ দিয়ে সাতার কেটে পালিয়ে গেলেও তাকে আটক করতে না পারলেও সবুজের ভাইকে (হামলায় সহায়তাকারী) আটক করে জাহাজের একটি কক্ষে বন্দি করে আহতদের নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আবার পর টিটন সরদারক (৩৬) মৃত ঘোষণা করে চিকিৎসক জিএম মোস্তফা ।
অপর আহত মোসা (৪২) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অপর আহত তাজুলকে চিকিৎসক দেয়া হয়েছে হাসপাতালে।
এমন ঘটনায় বন্দর উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন ভূইয়া নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর কাছ থেকে তথ্য নিয়ে ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীতে থাকা জাহাজ এমভি নিউটেক এ অবস্থান করছেন বলে জানিয়েছেন ডিউটি অফিসার কুদ্দুস ।
ফখরুদ্দিন ভূইয়া বলেন, বিস্তারিত তথ্য আমার জানা নাই । খবর নিয়ে জানাতে পারবো।









Discussion about this post