‘আমার বিরুদ্ধে সাত দিন টানা লিখলেও কিচ্ছুই হইবো না ! আমি এগুলি একা খাই না। উপরের অনেককেই দিতে হয় । সাংবাদিকদের অনেক কেই দেই ! ডিবির ওসির, সিআইডির ক্যাশিয়ারী আমি করতে চাই না । ওসি ছাড়াই এএসপিদের দিতে হয়।সাংবাদিক রাজু এর আগে ডিবির ক্যাশিয়ারী করছে ওসি মাহবুবের সময় । পরে এসপি হারুনের সময় বাপ বাপ কইরা ক্যাশিয়ারগিরি ছাইরা পালাইছিলো ওই রাজু। এসপি হারুন চইল্লা যাওনের পর এসপি মনিরুলরে ম্যানেজ কইরা রাজু আবার চাইছিলো ক্যাশিয়ার গিরি করতে কিন্তু পারে নাই । এইবার এসপি, এডিশলান এসপি, ডিবির এসপি ও ডিবির ওসি আমারে ডাইক্কা নিয়া ক্যাশিয়ারের দায়িত্ব দিছে । আমি করতে চাইনা । আবার না করলে সাংবাদিক রাজুর মতো অনেকেই ক্যাশিয়ার নুরু কে নিয়ে নানাভাবে লিখে । যা জানে এসপি অফিসের সকলেই ।’
নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার নুরুর এমন বক্তব্যের পর জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও সাংবাদিকদের একটি তালিকা এবং বিশাল চাঁদাবাজির একটা ফিরিস্তি তুলে ধরেন ক্যাশিয়ার নুরুল ইসলাম নুরু নিজেই ।
ক্যাশিয়ার নুরুর এমন বিশাল চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এমন অভিযোগ সম্পর্কে আমাদের সামান্য ধারণা রয়েছে । ক্যাশিয়ার নুরুকে ডেকে এনে সকল কর্মকর্তাগণ তাকে সাবধান করে দেয়া হয়েছে । আমি কালকে (মংগলবার) সকালেই খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
ক্যাশিয়ার নুরুর সরল অকপটের স্বীকারোক্তি থেকে জানা যায়, শহরের নিতাইগঞ্জের চোরাই গম ব্যবসায়ীরা প্রতি মাসের ন্যায় এবারো ৫০ হাজার, তেল চোর আবদুল্লাহ একই ধারাবাহিকতায় ৩০ হাজার, তেলচোর নাসির ৪০ হাজার, বদরের তেল চোর বারেক ৪০ হাজার, রূপগঞ্জের আক্তার ৫০ হাজার, ফতুল্লার তেল চোর পাভেল ৫০ হাজার, রনি ২০ হাজার, সালাম ২০ হাজার, ইব্রাহিম ২০ হাজার, সিদ্ধিরগঞ্জ বার্মাস্ট্যান্ডের শিমু উত্তোলন করা হয় ২ লাখ ছাড়াও বিশাল এক ফিরিস্তির তথ্য প্রমান রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।
এমন বিশাল চাঁদাবাজির বিষয়ে পুলিশের অবসরপ্রাপ্ত কন্সস্টেবল নুরুল ইসলাম ওরফে ক্যাশিয়ার নুরুর মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, ভাই আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখলেও কিচ্ছু হবে না । যত পারেন লিখেন !









Discussion about this post