ঘর গোছানো নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ফতুল্লার দেওভোগে তামান্না (১৮) নামক একাদশ শ্রেনীর এক কলেজ ছাত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় নিজ বাড়িতে এঘটনা ঘটে।
নিহত তামান্নার বাবা আফজাল হোসেন জানান, তামান্না নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী এবং অনেকটা জেদী প্রকৃতির ছিলো। নতুন বাড়ি করার পর সেই বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতো।
মঙ্গলবার বিকেলে তামান্না তার মায়ের সঙ্গে ঘর গোছানো নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে তামান্না অভিমান করে। রাতে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তার মা দেখেন ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় বেধে গলায় ফাস দিয়ে ঝুলে আছে তামান্না।
এরপর আশপাশের লোকজনদের নিয়ে দরজা ভেঙ্গে তামান্নার নিথর দেহ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত তামান্নার বাবার একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।









Discussion about this post