নারয়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে আদালতে পাঠানো হয়েছে ।
নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন আনোয়ার আইনজীবীর আবেদনের পরও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
শনিবার ৩১ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, ‘শুক্রবার রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও জানান, ‘মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। এর আগে আমরা তিতাসের ৮, ডিপিডিসির ১ এবং স্থানীয় ২ জন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।’
গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জনই মারা গেছেন।
মসজিদে নামাজরত অবস্থায় মর্মান্তিক এমন দূর্ঘটনার ৩৪ মুসুল্লীর মৃত্যুর ঘটনায় সারাদেশে তোলপাড়ের সৃষ্টি হলেও তিতাসের নানা নাটকীয়তায় ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে জনমনে ৷
শনিবার ৩১ অক্টোবর বিকেলে তল্লা মসজিদের সভাপতি আব্দুল গফুর কে নিয়ে আদালতে শুনানীর পর কয়েকজন আইনজীবী কঠোর সমালোচনা করে বলেন, তিতাস কর্তৃপক্ষ কি আদালতের উর্ধ্বে ? আদালতের কোন আদেশ ছাড়াই কি করে তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীদের পুনরায় পদায়ন করলো ? তল্লা মসজিদ
একই সাথে ফৌজদারি আইনে মামলা দায়েরের পর তিতাসের ৮ জন কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে তিতাস কর্তৃপক্ষ । এমন ঘটনায় গ্রেফতার হয় তিতাসের ৮ বহিস্কৃত কর্মকর্তা কর্মচারী । আদালতের নির্দেশে ফের রিমান্ডে নিয়ে সিআইডি ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে আসে তাদের সম্পৃক্ততার তথ্য । এমন তথ্য উদঘাটনের পর রহস্যজনক কারণে আদালত থেকে জামিম পায় চাঞ্চল্যকর এ মামলার আসামীরা ।
আদালত থেকে জামিন পাওয়ার পর ফৌজদারি আইনে মামলা চলমান থাকার পরও অভিযোগপত্র দাখিল না করার পূর্বেই দূর্ণীতি পরায়ণ তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীদের তিতাস কর্তৃপক্ষ আবার রহস্যজনক কারণে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরীতে বহাল করে নতুনভাবে পদায়ন করেন।
তিতাস গ্যাসের এমন কর্মকাণ্ড কে তুঘলকি কাজ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ আদালতের অসংখ্য আইনজীবী ।
কোন অবস্থাতেই তিতাস ফৌজদারি আইনে মামলা থাকায় স্বপদে বহাল করার ক্ষমতা নাই সরকারী এই প্রতিষ্ঠান টির। কি করে তিতাস এমন কান্ড ঘটালো তার জবার কে দিবে ?









Discussion about this post