যে কোন কাজে পেশাদারিত্ব থাকলে সেই কাজ সহজেই সফল হওযা যায় এর প্রমাণ করেরেছ নারায়ণগঞ্জে ডিবি । দীর্ঘদিনের পুঞ্জিভূত দূর্ণাম ঘুচিয়ে এবার মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মালামাল উদ্ধার হওয়া সহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। ৪ নভেম্বর বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমন প্রামণিক, তজম আলী ও জুবায়ের আহমেদ লিংকন।
এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সোনারগাঁ এলাকার মেঘনা সুগার মিল থেকে ৩২০ বস্তা ফ্রেশ চিনি যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা ট্রাকের মাধ্যমে সিলেটের বড় লেখা এলাকার এসএ ট্রেডার্সের নিকট প্রেরণ করে। কিন্তু ট্রাকের ড্রাইভার মো. সুমন প্রামণিক ও তার হেলপার যথাসময়ে না পৌছে পাবনা জেলা ইশ্বরদী থানার ইশ্বরদী বাজার চাঁদআলী মোড়ে তজম আলী নিকট বিক্রি করে দেয়।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেনের তত্তাবধানে পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৪ নভেম্বর বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে ট্রাক চালক মো. সুমন প্রামাণিককে গ্রেফতার করে তার হেফাজতে থাকা ঘটনায় ব্যবহৃত ট্রকাটি উদ্ধার করে।
পরবর্তীতে আসামী সুমনের দেয়া তথ্যমতে পাবনা জেলা ইশ্বরদী থানা এলাকা থেকে তজম আলীকে ১৫২ বস্তা চোরাই চিনিসহ গ্রেফতার করা হয়। আসামী তজম আলীর দেয়া তথ্যমতে একই তারিখে একই এলাকা থেকে আসামী জুবায়ের আহমেদ লিংকনকে গ্রেফতার করা হয়। সেই সাথে তার দখলে ১০৭ বস্তা চোরাই চিনি সহ মোট ২৫৯ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। একই সাথে আসামীদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম সহ জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।









Discussion about this post