বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.ফখরুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে গ্যাস লিকেজ থেকে বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সে ঘটনায় ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছে। বাকি ২ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ড সংঘটিত হয়ে গুরুতর দগ্ধ হয়েছে নারায়ণগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানার পাঁচ জন শ্রমিক।
রোববর (৮ নভেম্বর) বেলা ১২ টার সময় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে অবস্থিত বসুন্ধরা খারখানায় এই অঙিগ্নকান্ডটি সংঘটিত হয়। আহতদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন-সাইফুল জামান, মাসুদ রানা, রাতুল আরেফিন, আবুল কালাম আজাদ ও দেলোয়ার আলী।
দগ্ধদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সাইফুল জামানের শরীরের ৩০ শতাংশ ও অন্য শ্রমিকদের শরীরের সাত শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
গ্যাস লিকেজ থেকেই এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারনা করছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া।
বসুন্ধরা সিমেন্ট কারখানার কর্মরত অপর শ্রমিকরা জানান, কারখানার চার তলায় মিলে কয়লা গুড়া করার কাজে গ্যাস ব্যবহৃত হয়। দুপুরে কয়লা গুড়া করার সময় গ্যাস থেকে আগুন ধরে।









Discussion about this post