নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে মাস্ক পরার প্রতি সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ৫ জনকে মোট ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে মাহমুদা জাহান বলেন, শুরুর দিকে নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রকোপ অতিমাত্রায় ছিল। এখন তা পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বাড়ার সম্ভবনা রয়েছে। এ কারণে জনসচেতনা বৃদ্ধি করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার মাস্ক পরিধান করার বিষয়ে বলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত এই প্রচারণা চলছে।
তিনি বলেন, সচেতনা বৃদ্ধিতে পরিচালিত এই অভিযানে মাস্ক না পরায় ৫ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ আইনে এ জরিমানা করা হয়। সকলকে মাস্ক করার বিষয়ে সচেতন থাকার দিকে জোর দেন মাহমুদা জাহান।








Discussion about this post