বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে কুলসুম বেগম (ছদ্মনাম) নামের এক স্কুল শিক্ষিকা যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সবুজ দেবনাথ নামক যুবকের বিরুদ্ধে । এমন ঘটনায় বন্দরের ফায়ার সার্ভিস এলাকার স্বপন দেবনাথের পুত্র সবুজ দেবনাথ কে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ ।
সোমবার (৯ নভেম্বর) রাতে অভিযুক্ত সবুজ দেবনাথকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় সবুজ দেবনাথকে আসামী করে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেন। যার নং ১৯(১১)২০
সূত্র মতে জানা যায়, প্রতারণার শিকার ওই যুবতী একরামপুর ইস্পাহানী বাজার এলাকার বিগত দেড় বছর পূর্বে তার বড় ভাইয়ের বন্ধুর সূত্র ধরে কথিত অভিযুক্ত যুবক ও যুবতীর পরিচয় ঘটে।
অভিযুক্ত যুবক প্রায় সময় যুবতীর বাড়ীতে আসা যাওয়া করত ও কথাবার্তা হতো এক পর্যায়ে অভিযুক্ত সবুজ দেবনাথ যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নির্জন জাগায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক করে। অভিযুক্ত সবুজ দেবনাথ গত ২৫শে জুলাই রাত ৮.৩০ মি: কৌশলে যুবতীকে বিয়ে করবে বলে অভিযুক্ত তাহার বাড়ীতে তার রুমে নিয়ে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে এবং বিবাহ না করে যুবক তার বাড়ী থেকে যুবতীকে বের করে দেয়।
এরপর থেকে অভিযুক্ত যুবক বিভিন্ন মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলে এ নিয়ে বাড়াবাড়ি করলে যুবতীর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকী দিতে থাকে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সবুজ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
মঙ্গলবার দুপুরে সবুজ দেবনাথকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post