রূপগঞ্জে ঘরের মেঝে থেকে গিয়াস উদ্দিন (৩১) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী খাদুন এলাকার ডা. ফারুকের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক ডা. ফারুক জানান, গত দুই মাস পূর্বে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী আমার বাসায় ভাড়া আসেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া ঘরের মেঝেতে গিয়াসউদ্দিনের গলা কাটা রক্তাক্ত লাশ দেখে তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। শনিবার রাত ১০টা থেকে ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ে এই হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত গিয়াস উদ্দিন কুমিল্লার মনোহরগঞ্জ থানার বান্দুয়াইল মেলনাবাজার এলাকায় ছায়াত উল্লাহর ছেলে। সে রূপগঞ্জের সাফা ফ্যাশন নামে একটি পোশাক কারখানার স্টোরকিপার ছিলেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি বলেন, বাড়িতে ওই যুবক একাই ছিলেন। তার স্ত্রী নারায়ণগঞ্জ শহরে তার পিতার বাড়িতে ছিলেন। যুবকের গলা কাটা লাশটি ঘরের মেঝেতে পড়ে ছিল। ঘরের দরজাও ছিল খোলা। শনিবার রাত ১০টা থেকে ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ে এই হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে বলে জানান ওসি মাহমুদুল হাসান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী।









Discussion about this post