সকালে খবর টি আদালত প্রাংগণে ছড়িয়ে পরলে তোলপাড়ের সৃষ্টি হয় । পপরবর্তীতে আইনজীবী সমিতির কর্মকর্তাগণ এমন করোনা আক্রান্তের বিষয়ে আলোচনার পর নারায়ণগঞ্জ আদালতের রাস্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনকে আইসোলেশনে পাঠাতে পরামর্শ দেতা হয়
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো করোনা উপসর্গ নেই বলে জানিয়েছেন।
২২ নভেম্বর রোববার দুপুরে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের দেয়া রিপোর্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তিনি হোম আইসোলেশনে চলে গেছেন এবং ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, আমার কোনো করোনা উপসর্গ ছিল না। আমার মেয়ের রিপোর্ট দিতে গিয়ে আমিও রিপোর্ট দিয়েছিলাম। পরে আমার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে কিন্তু মেয়ের নেগেটিভ এসেছে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই হোম আইসোলেশনে চলে এসেছি এবং ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন আছি। তিনি আরও বলেন, আমি আবারও রিপোর্ট দিবো। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন অতি দ্রুত আমাকে সুস্থতা দান করেন।









Discussion about this post