এদের দেখে কেউ বলতেই পারবে না এরা মাদক কারবারের সাথে যুক্ত । দামী গাড়ী, গাড়ীর ভিতরে স্টাইলিস্ট নারী ও বচনভঙ্গি দেখে কেউ সহসাই ধারণাই করতে পারবেন না এরাই পুরাতন মাদক কারবারের সাথে যুক্ত । এরপর গোপন সংবাদের ভিত্তিতে আটক কারার পর গাড়ী তল্লাসী করলে বেড়িয়ে আসে বিভ্নি ধরণের মাদক । এরপর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় পূর্ব নিমাইকাশারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৬টি মোবাইল ফোন ও ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ (২৮), মো. শরিফুল ইসলাম রাসেল (৩০), মো. আব্দুর রব (৪২) (ড্রাইভার) ও নিশু সানজিদা (২১)।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিল।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং তাদের কাছ থেকে জব্দ করা আলামত থানায় জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল জানান, আসামীদের আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হযেছে।









Discussion about this post