নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে রেজিয়া (৭০) নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তি নগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের মেয়েসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
তারা হলেন, নিহত রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, নাজমার মেয়ে ফারিয়া আক্তার এবং নাজমার ছেলে আলামিন। নিহত রেজিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সাথে সিদ্ধিরগঞ্জের মুক্তি নগর এলাকার আলী বুড়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন নিহত রেজিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৪ জনকে আটক করেছি। নিহত বৃদ্ধা রেজিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post