নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মাসদাইর কবরস্থান পরিদর্শন করেছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ।
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সকাল পৌনে ১১ টায় মাসদাইর করবস্থানে প্রধানমন্ত্রীর আত্মীয়ের কবর জিয়ারত শেষে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন ।
পরিদর্শনকালে কবর ভাংগার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়র আইভী ঈমাম ও দায়িত্বে থাকা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, করবস্থানের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে । আল্লাহ কে ভয় করতে হবে । আনাদের শেষ ঠিকানা এই কবরস্থান নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। কোন ব্যানার ফ্যাস্টুন লাগানো যাবে না বলেও মন্তব্য করেন ।
এ সময় মেয়র আইভীর সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানম ডলি ১৭ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে রাজধানীর আজগর আলি হসপিটালে মৃত্যুবরণ করেন। সে রাতেই এমপি খোকা যান শহরের মাসদাইর এলাকাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে।
সেখানে গিয়ে তিনি ১৯৮৩ সালের ১৪ জুলাই মৃত্যুবরণের পর দাফন করা শেখ ইসরাইল হকের কবর ভাঙতে বলেন। ওই কবরের চারদিকে তখন পাকা বাধাই করা ছিল। তাছাড়া কবরটি ছিল তাদের ক্রয় করা। কিন্তু এমপি খোকা ওই কবরটি তার নিজের বাবা ও মায়ের দাবী করে সেটা ভাঙতে বলেন। তখন কবরস্থানের লোকজন বিষয়টি নিয়ে আপত্তি করলে তাদের হুমকি দেওয়া হয়। পরদিন ১৮ নভেম্বর ভোরে ফজরের নামাজের পরেই খোকার বোনকে দাফন করা হলে চারদিকে দেওয়া হয় মাশের মুলির বেড়া।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে অভিযোগ দিয়েছেন শহরের দেওভোগ এলাকার বাসিন্দা ডা. শাহানা পারভীন। তিনি দাবী করেন তার আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর নানীর চাচাতো ভাই।
শাহানা পারভীন বলেন, আমি বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করেছি। বর্তমানে অবসরে আছি। আমার ছেলে সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। আমার ছেলে কবর জিয়ারত করতে গিয়ে দেখেন নানা ডা. শেখ ইসরাইল হকের কবর ভাঙা। ভালো পুরানো কবরের দেয়াল ভেঙে ফেলেছে। নাম ফলক ও ইটগুলো পাশে রাখা হয়েছে। সে কবরই চিনতেই পারেনি। পরে কবরস্থানের তত্ত্বাবধায়ক জানান এমপি লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে ভেঙেছে।’









Discussion about this post