উচ্চ আদালত থেকে এমন আদেশের খবর দ্রুত ছড়িয়ে পরে নারায়ণগঞ্জে । মূহুর্তের মধ্যে দ্বৈত নাগরিক ও দুই দেশের পাসপোর্টধারীদের অনেকেই এ বিষয়ে নানাভাবে দৌড়ঝাপ চালায় । এমন দৌড়ঝাপের পর বিএনপি সরকারের শাসনামলের মাফিয়া ডন (১৫ বছর সাজাপ্রাপ্ত) ওম প্রকাশ আগারওয়াল এবং হরেকৃষ্ণ সাহার অনেক অনুসারীরা নানাভবে আইনজীবীদের কাছে যোগাযোগ শুরু করেন ।
এ সময় একজন আইনজীবী তার নাম প্রকাশ না করার অনুরোধে সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, নারায়ণগঞ্জ শহরের মহাধূর্ত হারাধন চক্রবর্তী (যার মেয়ের জামাতা একজন সরকারী উচ্চ পদস্থ আমলা), প্রয়াত দিলিপ সাহা, প্রয়াত সমির করসহ প্যারাডাইস ক্যাবলসের মোশাররফ হোসেন তার স্ত্রী মাহবুবা মোশাররফসহ নারায়ণগঞ্জের অনেক রথি মহারথিরা রয়েছে এমন অনৈতিক কর্মকান্ডের তালিকায় । এই আইনজীবী উল্লেখিত অনেকের দ্বৈত নাগরিক ও বিদেশে শত শত কোটি টাকা পাচারের সার্বিক তথ্য প্রদান করেন। এমন পাচারের ঘটনায় দীপক চক্রবর্তী নামক এক কর্মকর্তা জড়িত থাকার প্রমাণও দিয়েছেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর কাছে । সরকারী এই কর্মকর্তা নারায়ণগঞ্জের মদের চালান পাচারের সাথেও নাকি জড়িত বলে উল্লেখ করেন । (যা যাচাই চলছে )
বাংলাদেশে বসবাসরত দুই দেশের নাগরিক ও দুই পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার সুপারকে (ইমিগ্রেশন) এ তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কানাডাসহ বিভিন্ন দেশে অর্থপাচারকারীদের নাম, ঠিকানাসহ অর্থ পাচারের যাবতীয় তথ্য জানতে চাওয়ার ধারাবাহিকতায় এ আদেশ দেওয়া হলো। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি আদালতে দুই দেশের নাগরিক ও দুই পাসপোর্টধারীদের তালিকা চাওয়ার নির্দেশ দিতে আরজি জানান ।
তার আরজির পরিপ্রেক্ষিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী কারা, সেটা আমরাও জানতে চাই।’ অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
(এমন চাঞ্চল্যকর অব্স্থায় নারায়ণগঞ্জের অনেকেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিভিন্ন দেশে বিশাল অর্থ পাচার করে আসছে । যার কিছু তথ্য নারায়ণগঞ্জ নিউজ আপডেট অধিক গুরুত্ব দিয়ে যাচাই বাছাই শেষে অচিরেই তা প্রকাশ করার প্রস্তুতি নেয়া হয়েছে ।)









Discussion about this post