নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের নানা অপকর্মের হোতা বিএনপি নেতা রাজাকারখ্যাত সফর আলী ভূইয়া এবার মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদকে মারধর করে চাঁদা দাবীর ঘটনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় আরো ১৫ জনকে সাথে নিয়ে জামিন নিয়েছে ।
এর পূর্বে এজাহারভূক্ত ১৬ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত ।
এমন চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে কয়েকদিন যাবৎ প্রকাশ্যে অবস্থানের পর এবার ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি সফর আলী ভূইয়া নারায়ণঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন ।
এমন জামিনের বিষয়টি নিম্চিত করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেসকার আবুল কালাম ।
মামলার তথ্য সূত্রে জানা যায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ ১৯৮২ সাল থেকে সরকারী পরিত্যাক্ত এক একর ৪২ শতাংশ জমি লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন । এমতাবস্থায় গত ১১ অক্টোবর দুপুরে আসামী সিদ্ধিরগঞ্জের আদমজী রোডের মৃত দিলবর ভূইয়ার পুত্র সফর আলী ভূইয়া তার সহযোগি আরমান, তুহিন, বাবুল , টিটু, রাকিবুর রহমান সাগর, আজিজুল হক মাতবর , রাসেল, রণি, মাসুম, রিয়াদ, আনোয়ার হোসেন মন্ডল, জনি, মোবারক, খোকা, জুয়েল,সহ আরো অজ্ঞাত ১০/১৫ জন অস্ত্রসস্রে সজ্জিত হয়ে লীজকৃত জমি দখল করতে চেষ্টার পাশাপাশি মারধর ও মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের পকেট থেকে ২০ হাজার ৫শ টাকা লুট করে নিয়ে যায় । এমন ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৬(১০)২০ নং মামরা দায়ের করার পর আসামীরা আদালত থেকে জামিন নিয়ে ফের ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদকে কদমতলী পুকুর পাড়ে পেয়ে মামরা তুলে নিতে আবারো মারধর করে । একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে এই জমি ছেড়ে দিতে হুমকি দেয় এবং একই সাথে আরো ২ লাখ টাকা চাঁদা দাবী করে । সাত দিনের আল্টিমেটাম দিয়ে চাঁদার টাকা না দিলে মুক্তিযোদ্ধা মহিউদ্দন আহমেদকে খুন করার হুমকি দেয় ।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মহিউদ্দন আহমেদ ১ ডিসেম্বর এমন ঘটনা উল্লেখ করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১২৯/২০ নং মামলা দায়ের করলে আদালত সকল আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে । এমন ওয়ারেন্ট মাথায় নিয়ে রাজাকার সফর আলী ভূইয়া ও তার সহযোগি সন্ত্রাসীরা প্রকাশ্য অবস্থানের পর জামিন নিতে আদালতে হাজির হলে শর্ত সাপেক্ষে আদালত জামিন মঞ্জুর করে ।
এমন জামিনের ঘটনায় আধালত প্রাঙ্গণে অনেক আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, কোথায় আছি আমরা । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আর মুক্তিযোদ্ধার উপর হামলা আর চাঁদাবাজি করে রাজাকাররা । আশ্চর্য না হয়ে পারি না । কে এই সফর আলী ? তা বর্তমানের অনেকেই জানেন না । এই সফর আলী পাকিস্তানীদের হয়ে সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখিয়ে দিতো । চাকরী করতো মুনলাইট সিনেমা হলের লাইট ম্যান হিসেবে । তার বাবা প্রয়াত দিলবর ভূইয়া মুনলাইট সিনেমা হলের পাকিস্তানী মালিকের বাড়িতে মালি হিসেবেই চাকরী করতো । দেশ স্বাধীনের পর পাকিস্তানীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেলে সিনেমা হলসহ অনেক সম্পত্তি পাকিস্তানীরা সফর আলী ভূইয়াকে দান করে দিয়ে যায় বলে প্রচার রয়েছে। এরপর ৭৫ এর পট পরিবর্তনের পর আর এই চক্রকে ঠেকায় কে ? বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এরপরও এই রাজাকার চক্র কি করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মহিউদ্দন আহমেদের উপর হামলা চালায় তা চিন্তার বিষয় ! এমন ক্ষোভের রেকর্ড রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।









Discussion about this post