নারায়ণগঞ্জের পরিবহন নেতা মোক্তার হোসেন আর নেই। শনিবার রাত পৌনে সাতটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন।
শুক্রবার নিজ বাসায় তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নেয় হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোটে রাখা হয়। শনিবার রাত পৌনে সাতটায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
মোক্তার হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। শোক জানিয়েছেন, মোক্তার হোসেনের বন্ধু মহল। তারা সকলের কাছে বিদেহী আত্মার মাফফেরাত কামনায় দোয়া চেয়েছেন ।









Discussion about this post