প্রশাসনের নাকের ডগায় মৌমিতা পরিবহন যা খুশি তাদের ইচ্ছেমাফিক নানা অপরাধের অভিযোগ দীর্ঘদিনের । এবার এতো অপরাধের সাথে যুক্ত হলো নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ঘেষা চাঁদমারী বস্তিতে প্রকাশ্য মাদকের হাট থেকে মাদক ক্রয় করছে মৌমিতা পরিবহনের ড্রাইভার হেলপার । এতেই প্রমাণ মাদকের ভয়াবহতা কতটা মারাত্মক আকার ধারণ করেছে নারায়ণগঞ্জে ।
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী মৌমিতা ট্রান্সপোর্টের বাস নিয়ে বির্তকের শেষ নেই।
প্রতিদিনই নিত্যনতুন ঘটনা ঘটিয়ে চলেছে পরিবহানের বাস ও এর চালক হেলপাররা। কখনো রাস্তা দখল করে যানজট সৃষ্টি করা আবার কখনো বাসে যাত্রীদের হয়রানী করা।
এমনকি এসব বাসের যাত্রীরা প্রতিনিয়ত মোবাইল চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছে। এসব ঘটনার সঙ্গে নতুন করে করে যুক্ত হয়েছে মৌমিতা পরিবহনের বাস চালক হেলপারদের মাদক সেবনের অভিযোগ। অবিলম্বে এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা।
৪ জানুয়ারী সোমাবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়ে উঠে।
১৫ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকের জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থানে পোস্ট করেন মিজানুর রহমান।
এই ১৫ মিনিটের ভিডিওটি ভাইরাল হলে নারায়ণগঞ্জ মহানগরীতে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে । অনেকেই বলেছেন ডিবির ক্যাশিয়ার, থানার ক্যাশিয়ার, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অনৈতিক কান্ডে ব্যবহৃত ক্যাশিয়াররা নিয়মিত মাসোহারা গ্রহণ করার কারণে ই নির্বিঘ্নে প্রকাশ্যেই চলছে এমন মাদক ব্যবসা । নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় অপরাধ দমন করতে যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়, তাতে লাভ কি ? যদি এসপি অফিসঘেষা মাদকের হাট বন্ধ না হয় ।









Discussion about this post