এনএনইউ রিপোর্ট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেয়ার লাশ হতে হলো আসলাম হোসেন (১৪) নামের ৭ম শ্রেণীর শিক্ষার্থীর । আসলামকে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় এক কথিত যুবলীগ কর্মী। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ঘটিয়ে এলাকা থেকে পালিয়েছে সে খুনী মেহেদী হাসান ।
নিহত ছাত্রের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ পবিদর্শক (দারোগা) রিপন আলী খান জানান, গত ৪ মাস পূর্বে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের জৈনক দিন মজুরের কিশোরী কন্যাকে রাস্তায় প্রকাশ্যে যৌন হেনস্তা করছিলেন যুবলীগকর্মী মেহেদী হাসান। সে সময় স্থানীয় বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে ও নবকিশলয় স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আসলাম হোসেন তাকে বাধা দেয়।
ওই সময় মেহেদী আসলামকে কুপিয়ে জখম করলে আসলামের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা মেহেদীকেও পিটুনী দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেসময় থেকেই আসলামকে খুন করার জন্য খুঁজতে থাকে মেহেদী।
ঘটনায় বিবরণে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, ছুরিকাঘাতের পর গুরুতর আহতবস্থায় আসলাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাশের সুরৎহাল ঘশষে ময়নাতদন্ত করে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হলেও পুলিশের পক্ষ থেকে আসামী গ্রেফতারে চেস্টা অব্যাহত রয়েছে ।









Discussion about this post