সারাদেশে এখনো চলছে করোনা আতংক । খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সকল রাস্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে চলছে সতর্ক অবস্থা । শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান এখনো বন্ধ । সেখানে বিশাল আয়োজনে নারায়ণগঞ্জের রাস্ট্রয়াত্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের আয়োজনে সোনারগাঁয়ে পিকনিকের আয়োজন করেছে ব্যাংকটির কর্মকর্তারা । তাও আবার গ্রাহকদের কাছ থেকে পিকনিকের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ।
আর এমন আয়োজনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনালী ব্যাংকের ১৯ টি কার্যালয়ে গ্রাহকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ করেছে কেউ কেউ ।
মুলতঃ এমন চাঁদাবাজি ডিজিএম এর পিএ নারায়ণ সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে বলে জানিয়েছেন ব্যাংকের একাধিক নির্ভরযোগ্য সূত্র ।
জোড়ালো এমন অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ ইসমাইল এর নাম ভাঙ্গিয়ে এবং ট্রান্সফার ও এসিআর এর ভয় দেখিয়ে নবীগঞ্জ শাখার ম্যানেজার জাহাঙ্গির আলম, এসপিও আবুল হোসেন, এসপিও মৌসুমী দাস, এসও শফিকুল ইসলাম, এসও আলামিন এবং নিতাইগঞ্জের ম্যানেজার লুৎফর রহমান বিভিন্ন গ্রাহকদের কাছে আগামী ৬ মার্চ শনিবার সোনারগায়ে পিকনিককে কেন্দ্র করে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবী করছে ।
নাম প্রকাশ না করার অনুরোধে একজন ব্যবসায়ী নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, সোনারগাঁয়ে পিকনিক আয়োজন করেছে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ জেলা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ । আর এই আয়োজনে কৌশলে গ্রাহকদের নানাভাবে চাঁদা দাবী করছেন ব্যাংকের কর্মকর্তারা ।
পিকনিকের নামে সোনালী ব্যংকের কর্মকর্তাদের এমন চাঁদাবাজির বিষয়ে চাষাড়াস্থ সোনালী ব্যাংকর কার্যালয়ে উপস্থিত হয়ে খোজ নিলে কয়েকজন কর্মচারী বলেন, এক ভীতিকর পরিস্থিতির মধ্যে আছি আমরা । কথায় কথায় বদলী ও এসিআর এর ভয় দেখিয়ে সকলের মুখ বন্ধ করে রাখা হয়েছে । নাম প্রকাশ না করার বিশেষ অনুরোধে কেউ কেউ আরো বলেন, আমরা চাকুরী করি তাই কিচ্ছুই বলতে পারি না । ডিজিএম এর নাম ভাঙ্গিয়ে তার পিএ নারায়ণ, আবুল , মৌসুমী, শফিকুল , আলািমিন, লুৎফর সহ আরো কয়েকজনের একটি চক্র পুরো ব্যাংকে ভীতিকর পরিস্থিতি তৈরী করে রেখেছেন । এই চক্রের ভয়ে কেউ মুখ খুলে কিছু বলতে পারে না।
গুরুতর এমন অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ জেলার ডিজিএম মোহাম্মদ ইসমাইল নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, আামদের ১৯৪ জন লোক ১ লাখ ৯৪ হাজার টাকায় পিকনিকের আয়োজন করা হয়েছে । এখানে কিছু ফালতু লোক আছে । কেউ যদি এমন কান্ড করে থাকে আমাকে অথবা আপনাদের মাধ্যমে আমাকে অভিযোগ দিতে পারেন । দেখি এরা নারায়ণগঞ্জে চাকরী করেন কি করে । আমি এদের নারায়ণগঞ্জের মাটিতে দাফন হয়ে যাবে।









Discussion about this post