আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর আওতায় ইউএনডিপি ও এফসিডিও এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এবং ব্র্যাকের ইউডিপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৮ মার্চ সোমবার বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে ৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ১১ দিনব্যাপী নারা উদ্যেক্তা মেলা ৮ মার্চ স্থানীয় সিডিসি, ক্লাষ্টার ও ফেডারেশনের নারী নেত্রীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণস্বাক্ষর গ্রহণ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কবির হোসেন ও সুলতান আহমেদ সহ অন্যন্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীদের নিয়ে অনেক কথা বলা হয় যে নারীরা পর্দা করে না। কিন্তু আমি এখানে এসে দেখলাম নারীরা পর্দা করে। স্বামী ভাইয়ের হাত ধরেই নারীদের এগিয়ে যেতে হবে। সত্য বলতে হবে। আমি কখনও মিথ্যা আশ্রয় দেই না। আপনাদের মেয়র নারী আপনারা নির্ভয়ে এগিয়ে যাবেন। আমি হিংসা কাকে বলে জানি না।









Discussion about this post