আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ স্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা হাতেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সহ জেলা প্রশাসকের অন্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জে অনেক মহিয়সী নারীরা আছেন। নারীদের হাত দিয়ে পুরুষের সহযোগিতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। নারীরা যেন ঘরে বসে না থাকে। সেই সাথে ছেলেরাও যেন পিছিয়ে না পরে। মেয়েদের অনেক দূর এগিয়ে যেতে হবে। তবে পুরুষের হাত ছেড়ে নয় পুরুষের হাত ধরে। বর্তমানে অনেক সংসার ভেঙ্গে যাচ্ছে। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী দুইজনকে সর্বোচ্চ সহনশীল হতে হবে।









Discussion about this post