নারায়ণগঞ্জ শহরের বংগবন্ধু সড়কে চলমান হকারদের আন্দোলন কে পুঁজি করে পুলিশের উপর হত্যার উদ্দেশ্যে হামলা, অস্ত্র লুটের চেষ্টা, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে পুলিশের মামলায় গ্রেফতারকৃত হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী আসাদুল ইসলামসহ তিনজনের রিমান্ড শুনানি হবে আগামী রোববার।
বুধবার (১০ মার্চ) সকালে সদর মডেল থানায় মামলা দায়েরের পর ৭ দিন পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ।
পরে আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত চাঁদাবাজ আসাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সাত (৭) দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয় তিন আসামীকে।
গত ৯ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যানবাহনে ভাঙচুর, পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে হকাররা। হকারদের এই তান্ডব চলে সন্ধ্যার পর পর্যন্ত। পুরো শহরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকেই জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলামকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
এই ঘটনায় বুধবার সকালে সদর মেডল থানা পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের চেষ্টা, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে ২৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আসাদুল ইসলাম (৪০), কালু গাজী (৪০) ও মানিক দেওয়ানকে (৩১) গ্রেফতার দেখানো হয়।









Discussion about this post