নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা হবে। নারায়ণগঞ্জে সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখতে কাজ করা হচ্ছে।’
শনিবার (১৩ মার্চ) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরে তিনি ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র আইভীসহ সকলেই পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
তাঁর মাজার জিয়ারত করে ফাহেতা পাঠ, সংক্ষিপ্ত মিলাদ ও দোয়ায় অংশ নেন মেয়র আইভী।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, সাদেকুর রহমান সাদেক ইউসুফ ভূইয়া ননী, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।
দুপুরে গোপালগঞ্জ শহরে পৌছালে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে মেয়রকে বরণ করেন। পরে মেয়রের সম্মানে গোপালগঞ্জ ক্লাবে চা পানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী শিকদার চুন্নু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হুদা মিল্টন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাসবিরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন।
এ সময় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।









Discussion about this post