আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আধারে পাঁকা দেয়াল ভেঙ্গে দিয়ে বালু ফেলে জায়গা দখলের চেষ্টা করেছে দুস্কৃতিকারীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দ্প্তুারা পশ্চিমপাড়া এলাকায়।
জানা যায় ওই এলাকার নুর মোহাম¥দ ১৯৭০ সালে দুপ্তারা মৌজার এস,এ ২৭৯৫ এবং আর,এস পর্চায় ৪৮৭২ এবং ৩৩০১ খতিয়ানে নারায়ন এবং অম্রিকা ঋষির কাছ থেকে ২৯ শতাংশ জায়গা ক্রয় করেন। পরে নুর মোহাম্মদ ওই জায়গা ১৯৯৫ সালে তার ছেলে চান্দু মিয়াকে হেবানামা দলিলে দান করেন।
সে জায়গা তারা ৫০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। কিন্তু ১৭ মার্চ বুধবার রাতে দুপ্তারা পশ্চিম পাড়া গ্রামের জাফর আলীর ছেলে রিপন ও তার কয়েকজন সহযোগী মিলে রাত ১.৩০ ঘটিকায় ড্রাম-ট্রাক দিয়ে চান্দু মিয়ার ওয়াল ভেঙ্গে বালু ফেলে ১৬ শতাংশ জায়গা দখলের চেষ্টা করে। চান্দু মিয়া টের পেয়ে ঘর থেকে বেরিয়ে লোকজন ডাকলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।
এর পুর্বেও কয়েকবার রিপন ওই জায়গা দখলের চেষ্টা করেছে। সে কারনে চান্দু মিয়া পুর্বে তার নামে কোর্টে মামলা এবং থানায় অভিযোগ দিয়েছিল। দিন মজুর চান্দু মিয়া বলেন কয়েকবার সে আমাকে এ জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বলেছে। তার ভয়ে আমি আমার সন্তানদের নিয়ে এখন আতংকে দিন কাটাচ্ছি ।
এব্যপারে ১৮মার্চ চান্দু মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post