রূপগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (২৮ মার্চ) রাতে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৪/২৫ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। রূপগঞ্জ থানার এসআই মোবারক হোসেনের করা মামলায় এর আগে রূপগঞ্জের ভুলতা থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, জিয়া শিশু কিশোর সংগঠন থানা কমিটির সহ-সভাপতি সোহেল ভূঁইয়া বাবু, যুবদল নেতা মিলন মোল্লা, ছাত্রদল নেতা রাকিব হোসেন।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুরের সময় ওই চার জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
পুলিশের অভিযোগ নাম উল্লেখিত ৩০ জনসহ অজ্ঞাত আরও ২৫ জন মিলে রোববার বিকেল সাড়ে ৪ টায় রূপগঞ্জের সাওঘাট এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি ভাঙচুর কালে ৪ জনকে আটক করা হয় ও বাকিরা পালিয়ে যায়। গাড়ি ভাঙচুরের মাধ্যমে আসামিরা দেশের জন নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।
গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।









Discussion about this post