নারায়ণগঞ্জে হেফাজতের আমীর মাওলানা আব্দুল আউয়ালের অভিমান ভাংগাতে শহরের ডিআইটি মসজিদে আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় হেফাজতের ৪ সদস্যের প্রতিনিধি দলের। প্রতিনিধি দলের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হক।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সাথে বৈঠক করতে মসজিদে আগমন, বৈঠক, বৈঠক শেষে মসজিদ থেকে বেড়িয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন মামুনুল হক ।
শহরের হেফাজত নেতা ও কর্মীদের বিশাল আয়োজন, বৈঠক ও দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ব্রিফিংকালে কেউ সরকারের স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলার জন্য আদেশ মানতে দেখা যায় নাই ।
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, মনির হোসেন কাশিমীসহ অনেকেই উপস্থিত থাকলেও কাউকেই সরকারী বিধিনিষেধ মানতে দেখা যায় নাই ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়তঃ করোনা ভাইরাস থেকে রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতসহ খোদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক মাইক নিয়ে সর্বত্র সতর্কতা জারি করলেও হেফাজত নেতা, কর্মীদের এমন আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে নগরজুড়ে ।
ঘটনাস্থল ডিআইটি মসজিদের সামনে এমন দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বলেছেন, খোদ সৌদি আরবের মক্কা ও মদিনায় এই করোনা ভাইরাস নিয়ে কতো সতর্কতা মেনে চলছে মুসুল্লীগণ । আর আমাদের দেশের হেফাজতের নেতারা কোন আইন ই মানেন না । গোয়ার্তমি ছাড়া এরা আর কিছুই বুঝতে চান না । হেফাজতের এতো মুসুল্লী এক সাথে কোন বিধিনিষেধ না মেনে এমন সরকারি নির্দেশনাকে বৃদ্ধাংগুলি দেখাচ্ছে । আর প্রশাসন এক্ষেত্রে নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তো সকলেই করতে পারেন ।









Discussion about this post