জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
গত ১০ দিনে আমাদের করোনার অনুপাত ত্রিশের উপরে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছি। জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির লক্ষে রর্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দিনরাত কাজ করছেন। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় একাধিক মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরির জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সকল পার্ক, জাদুঘর, চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাসেল পার্ক সহ জায়গাগুলো আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ করার ঘোষণা দিয়েছি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মোলন কক্ষে নারায়ণগঞ্জের বর্তমান করোনা পরিস্থিতি ও করোনা সংক্রমণরোধে গৃহীত পদক্ষেসমূহ নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের সকল ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্যবিধি মেনে তারা যেন তাদের কাজ করে সেজন্য নির্দেশনা দিয়েছি। আমরা বিশেষ করে পোশাক কারখানাগুলোতে ৩ বা ৫ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার করার জন্য বলেছি। আমরা গণপরিবহনে প্রতি দুই সিটে একজন বসার জন্য কাজ করছি। এবং এর বাইরে রেলপথে ও নৌপথে আমাদের পুলিশ, আনসার ও বিজিবির সহায়তা নিয়ে কাজগুলো করছি। শপিংমল, বাজার ও বড় বড় দোকান বা মার্কেটগুলো আছে সেই মার্কেট মালিকদের বলেছি আপনার মার্কেটে স্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি করার দায়িত্ব আপনার। এবং যদি আপনি কোভিড নিয়ম মেনে চলতে ব্যর্থ হন তাহলে আপনিও শাস্তির আওতায় আসবেন।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডারের পরিমাণ বাড়িয়েছি। আমাদের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে আমরা কাজ করছি যাতে কোন ইমার্জেন্সি রোগীর ব্যবস্থা নিতে পারি। আগামীকাল থেকে সিটি করপোরেশনের সহায়তায় আরও দুইটা স্যাম্পল কালেকশনের সেন্টার শুরু করবো। এতে সংসদ সদস্য, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, মন্ত্রী এবং সর্বোপরি আমাদের সচিব মহোদয় যারা রয়েছেন সবাই মিলে যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আমাদের মাঝে ফলপ্রসু ও ইতিবাচক প্রভাব ফেলবে।
আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের অনুরোধ করেছি সকল সভা, সমাবেশ বন্ধ রাখার জন্য। ইতিমধ্যে যে সকল প্রকল্প নিয়েছি আমাদের প্রত্যাশা সংবাদকর্মী সহ সকলে আমরা যেন সুস্থ থাকতে পারি। এবং এ পদক্ষেপগুলো আমাদের মধ্যে ফলপ্রসু ও একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, আমাদের খানপুর হাসপাতালে ১০টি আইসিইউ বেড রয়েছে। যদি সংক্রমণ বেড়ে যায় এবং আরও বেডের দরকার পরে তাহলে যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সুপারিশ আসে যে আইসিইউ বেড বাড়াতে হবে তাহলে অবশ্যই আমরা আইসিইউ বেড বাড়ানোর পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করবো।
নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনার জন্য, আপনার পরিবারের জন্য ও আপনার নারায়ণগঞ্জের জন্য অন্ততপক্ষে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সামাজিক সকল অনুষ্ঠান থেকে বিরত থাকুন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তোফাজ্জল হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর সাইদুজ্জামান হিমুসহ প্রশাসনের ও গণমাধ্যম কর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন ।








Discussion about this post