করোনা আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর ১৫ দিন পর এবার মেয়ে আসমানী বেগম (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
৩১ মার্চ বুধবার রাত ১০টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আসমানী বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার মৃত আশাবুদ্দিন আশুর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে করোনা রোগে আক্রান্ত হয়ে আশাবুদ্দিন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর ১৫ দিন পার না হতেই একই রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে একই হাসপাতালে তারেই মেয়ে আসমানী বেগমের মৃত্যু হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, করোনা আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু বিষয়টি আমার জানা নেই। এ রকম কোন তথ্য আমার কাছে নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, বাবার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছিলো নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার নিবাসী স্বর্ণ ব্যাবসায়ী লক্ষন চন্দ্র বর্মন (৩৬)।
২৭ মার্চ শনিবার দুপুরে করোনা আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর পূর্বে ১৮ মার্চ লক্ষনের পিতা কার্তিক বর্মণও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।









Discussion about this post