কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই জরুরি মেরামতের কথা বলে নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের আবাসিক, শিল্প অঞ্চলে গ্যাস বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রাহকরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তিতাস জানায়, জরুরি প্রয়োজনে হুট করে মেরামত করতে হচ্ছে। দুপুর আড়াইটা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা করছে। জ্বালানি প্রতিমন্ত্রী গ্যাস সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিতাসের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খান এ ব্যাপারে বলেছেন, ‘আমরা বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে গ্যাস বন্ধ করেছি। এভাবে সাধারণত আমরা গ্যাসের লাইন বন্ধ করি না। দুপুর আড়াইটা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।’
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহককের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিতাসের পরিচালক ।








Discussion about this post