নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার ডাইং শাখায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কাপড় শুকানোর যন্ত্র থেকে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন।
তিনি বলেন, কুতুবআইল কাঠেরপুল এলাকায় ক্যাডটেক্স গার্মেন্টস ও ডাইং নামে একটি কারখানায় মঙ্গলবার রাত দেড়টার দিকে কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে।
“বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে আগুনে ধরে যায়। কারখানার প্রধান ফটক উড়ে ২০ গজ দূরে গিয়ে পড়ে। শুকানোর জন্য রাখা কাপড়সহ বিভিন্ন মালপত্রে আগুন ছড়ায়। শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।”খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও ফতুল্লার পাঁচটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান আব্দুল্লাহ আরেফিন।
তিনি বলেন, আগুনে কারখানার যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ কাপড়সহ মালপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Discussion about this post