মামুনুল হক কান্ডকে কেন্দ্র করে ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করা উস্কানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে নারায়ণগঞ্জে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে।
আটকরা হলেন রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯) ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২)।
জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি আটক করেছে। হেফাজতের তান্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।









Discussion about this post