নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদকে আইসিইউতে নেয়া হয়েছে।
পরিবার সূত্র জানায়, বুধবার (৫ মে) ভোরে ঘুম থেকে উঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে বিছানাতেই তিনি ঢলে পড়েন। দ্রুত তাকে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়ন্স হাসপাতালে ও পরে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
তার উচ্চ মাত্রায় ডায়েবেটিক ও কিডনি জটিলতা ধরা পড়ে। তিনি অচেতন হয়ে পড়েন।
বৃহস্পতিবার নাহিদ আজাদের কন্যা ছুটি জানায়, রাতে বাবাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আপনারা বাবার জন্য দোয়া করেন। আমরা যাতে বাবাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরতে পারি।









Discussion about this post