উদ্ধারকৃত আবির চট্টগ্রামের সন্দীপ থানার সারিকাইত গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
তিনি নারায়ণগঞ্জের সিরাজ টাওয়ারের দু’তলায় বসবাস করতেন।
র্যাব-১২ জানায়, ফেসবুকের মাধ্যমে এক বছর আগে যুবক সুজনের সঙ্গে বন্ধুত্ব হয় মো. আবিরের। বন্ধুত্বের সূত্র ধরে কাপড়ের ব্যবসা করার কথা বলে তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর তাকে শারীরিকভাবে নির্যাতন ও পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ বিষয়ে পরিবার নারায়ণগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে র্যাব-১২’র সিপিসি-৩’র কোম্পানি তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃতের অবস্থান ঘাটাইলের দেওপাড়ায় বলে নিশ্চিত হন।
বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা দেওপাড়া পাহাড়িয়া এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. আবিরকে দেওপাড়া বাজারের পাশে নির্জন জায়গায় ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যান।









Discussion about this post