এনএনইউ রিপোর্ট :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০১৯-২০) সালের কার্যকরি কমিটির নির্বাচনের ভোট চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আেইনজীবীদের ভোট গ্রহণকে কেন্দ্র করে আদালত চত্তরে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে ।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় জজ কোটের সামনে আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের দুটি প্যানেলের নির্বাচনী ক্যাম্প পাশাপশি স্থাপন করা হয়েছে ।
আইনজীবীরা নির্বাচনী ক্যাম্প থেকে ভোট দেওয়ার জন্য স্লিপ সংগ্রহ করে ভোট প্রদান করতে দেখা গে্ছে সকাল থেকেইই । মোট ৯২৬ জন ভোটারের মধ্যে াধিকাংশই ভোট দেয়ার আশাবাদ ব্যাক্ত করেছে দুই প্যানেলের আইনজীবী নেতারা।
ভোট প্রদান সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা সরকারী কৌশলী জি.পি মেরিনা বেগম গেণমাধ্মেকে বলেন, দুই প্যানেলের আইনজীবীগণ আনন্দের সাথেই ভোট প্রদান করছেন। কোন প্রকার অনিয়মের অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই । এবং কোন পক্ষই আমাদের কাছে কোন অভিযোগ করতে আসে নাই।
নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নামে দুটি প্যানেলে ৩৩ প্রার্থী অংশ নিচ্ছেন ।
জজ কোটের ৩য় তলায় অর্থঋণ আদালতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পযন্ত ভোটগ্রহণ চলবে । ভোটগ্রহণ শেষে ওই দিনই ভোটগণনা ও ফলাফল ঘোষনা করা হবে ।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের তারিখ ছিলো ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ১২ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৫ জানুয়ারী। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ জানুয়ারী এবং আজ ২৪ জানুয়ারী বৃহস্পতিবার চলছে ভোট গ্রহণ।









Discussion about this post